ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ক্লেপটোক্রেসি ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ক্লেপটোক্রেসি ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা ...

চট্টগ্রাম: রাজনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকদের মধ্যে ক্লেপটোক্রেসি ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ক্লেপটোক্রেসি নিয়ে জ্ঞান-বিনিময় এবং সততার চ্যাম্পিয়নের সঙ্গে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) কর্মশালাটি ট্রান্সন্যাশনাল রেসপন্সেস অ্যাগেইনস্ট করাপশন অ্যান্ড ক্লেপটোক্রেসি (ট্র্যাক) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়, যা আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) আর্থিক সহায়তায় রূপসা সংস্থা বাস্তবায়ন করছে।

এতে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধ, নীতিমালা সংস্কার এবং মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মণ্ডল।

তিনি দুর্নীতির বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপসার প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। তিনি ক্লেপটোক্রেসি ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক নেতাদের সততা এবং প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং দেশের তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে জাতীয় পর্যায়ে এ ধরনের কর্মশালা আয়োজন করা উচিত।

কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী ক্লেপটোক্রেসি এবং দুর্নীতির ক্ষতিকর প্রভাব নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তব্য দেন সরাইপাড়া সিটি করপোরেশন ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুন নাহার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ শাফিউল আলম, ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফটি পিস অ্যান্ড জাস্টিসের এএমবি সৈয়দ মোস্তাফা আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান আলম এবং সমাজসেবা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. কামরুল পাশা ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।