চট্টগ্রাম: জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার বলেছেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে আল্লাহর দ্বীনের দিকে আহবান করতে হবে। প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মায়ানী ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা ও সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের আমিরে জামায়াত বলেছেন, আমরা দেশের খাদেম হতে চাই ৷ দেশের মন্ত্রী হতে চাই না। সেই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। চোর, বাটপার খুনি থেকে এই দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মায়ানী ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান মেহমান ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা শ্রমিক কল্যাণের সভাপতি ইউসুফ বিন আবু বকর, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
বিই/পিডি/টিসি