ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চট্টগ্রামে বিশেষ প্রার্থনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চট্টগ্রামে বিশেষ প্রার্থনা সভা

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখা।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নগরীর মৈত্রীভবনে হিন্দু ফাউন্ডেশনের হরি মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় পৌরহিত্য করেন ধীমান ভট্টাচার্য্য।

প্রার্থনা পূর্ববর্তী সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুজন দাশ।

চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাপ্পি দে এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল।

প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ফোরামের সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুমন ঘোষ বাদশা, সাংবাদিক বাবলু দাশ, অভি চৌধুরী,  ড. লিটন আচার্য্য, অসীম বণিক, সঞ্জয় ধর সনজু, জীবন মিত্র রাজ, সাজু দাশ,অনিক নাথ, নিলীমা দাশ, রানা চৌধুরী,  রতন নাথ, সম্রাট কুমার নাথ প্রমুখ।  

অনুষ্ঠানে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।  

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি এদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মের মানুষকে একই সুতায় গেঁথে ছিলেন। যার ফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি সকলে সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।  আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলবো। আওয়ামী লীগ যে বিভাজনের রাজনীতি শুরু করেছিল, সেখান থেকে বের হয়ে এসে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। শহীদ রাষ্ট্রপতব জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।