ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্নেহ বালা চৌধুরী পরলোকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
স্নেহ বালা চৌধুরী পরলোকে ...

চট্টগ্রাম: বোয়ালখালীর মধ্যম কধুরখীল ৪ নম্বর ওয়ার্ড নিবাসী কধুরখীল রামঠাকুর ও চণ্ডী মন্দিরের প্রতিষ্ঠাতা দাতা সদস্য সমাজসেবী স্নেহ বালা চৌধুরী (৮৬) গত রোববার (১৫ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে নগরীর ঘাটফরহাদবেগস্থ বাসায় পরলোকগমন করেন।  

মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

ওইদিন রাতে নগরের বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি চসিক’র সাবেক আলোকচিত্রী ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য রতন চৌধুরীর মাতা।
 

স্নেহ বালা চৌধুরীর মৃত্যুতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী, কৈবল্য ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব স্বপন পালিত, চসিক পূজা উদযাপন পরিষদ, চসিক জাতীয়তাবাদী শ্রমিক দল, চসিক শ্রমিক সংস্থা, কধুরখীল মিলন মন্দির পরিচালনা পরিষদ, কধুরখীল রামঠাকুর ও চণ্ডী মন্দির পরিচালনা পরিষদ, মধ্যম কধুরখীল (শীলপাড়া) লোকনাথ মন্দির পরিচালনা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।  

উল্লেখ্য, স্নেহ বালা চৌধুরী সমাজের নৃ-গোষ্ঠীসহ অবহেলিত নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করে সমাজে সর্বজননন্দিত হন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।