চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এমপি এম এ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এপিপি রিয়াদ উদ্দীন বাংলানিউজকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এম এ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় দুষ্কৃতকারীরা দেশিয় অস্ত্র, লাঠিসোঁটা, রড, কিরিচ নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার থেকে ১২শ জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।
প্রসঙ্গত, নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে গত ১৭ আগস্ট এম এ লতিফকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআই/টিসি