ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালন  বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব 

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।  

ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ বি এম আবু নোমান।

 

ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী।  

উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক রানা করন, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রক্টর সিরাজ মিয়া, ইংরেজি বিভাগের শিক্ষক রাহুল সরকার, ডেপুটি ম্যানেজার (অর্থ ও হিসাব) পিন্টু শীল প্রমুখ ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের খুব বেশি চাওয়া পাওয়া ছিলো না, দেশের প্রতি মমত্ববোধ থেকেই তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর সেই বীর মুক্তিযোদ্ধারই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান। সময়ের দাবির সাথে মিল রেখে আমাদের দেশকে সুন্দরভাবে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, সমূলে উৎপাটন করতে হবে দুর্নীতিকে। তাহলেই আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হবে। আমাদের সকলের দেশপ্রেম জাগ্রত করে মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।