চট্টগ্রাম: হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে ৪ পরিবারের ঘর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- চার ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান জানান, আগুনে ৪ পরিবারের ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআই/টিসি