চট্টগ্রাম: নগরের বন্দর থানার টিজি কলোনি ময়লার ডিপো এলাকায় জসীম উদ্দীন নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ময়লার ভাগাড় থেকে খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন জসীম। এসব খাবার বিক্রি করতেন মাছের খামারে।
জসীম উদ্দীনের চাচা বশির উদ্দীন বলেন, খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে জসীমের সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়েছিল। রাতে বাসার সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা কাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করা হবে।
বন্দর থানার ওসি কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসি/টিসি