ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় মিলল ১৩ কেজি ওজনের মৃত ডলফিন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
হালদায় মিলল ১৩ কেজি ওজনের মৃত ডলফিন  ...

চট্টগ্রাম: হালদা নদী থেকে ১৩ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। তবে পচে যাওয়ায় ডলফিনটির মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানান গবেষক দল।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নদীর আজিমের ঘাট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এটি উদ্ধার করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বাংলানিউজকে বলেন,  উদ্ধার হওয়া ডলফিনটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি।

এটি তরুণ বয়সের ডলফিন। এটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এ বছর চারটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আমরা ডলফিন নিয়ে কাজ শুরু করেছি। সে থেকে এ পর্যন্ত আমাদের হিসাবমতে মোট ৪৩টি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

পরে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থিতিতে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।