ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ শিক্ষিকার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ শিক্ষিকার মৃত্যু ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রূপালী দে (৩০) নামের শিক্ষিকার মৃত্যু হয়।

তিনি উপজেলার শিলক ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক অপূর্ব দে’র স্ত্রী এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষিকার কাকাতো ভাই অভি দে বলেন, রূপালী দে গত ৯ ডিসেম্বর সকালে রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুনে দগ্ধ হয়।

তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা বার্ণ ইন্সটিটিউটে নেওয়া হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে মৃত্যুবরণ করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।