ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় চসিক মেয়রের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় চসিক মেয়রের ...

চট্টগ্রাম: বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে আধুনিকায়নের বিকল্প নেই। এই আধুনিকায়নে বিশ্বের গার্মেন্টস মেশিনারিজ উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান জ‍্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

 

বুধবার (১৮ ডিসেম্বর) নগরের হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মেজবান হলে আয়োজিত এক অনুষ্ঠানে জ‍্যাকের শীর্ষ কর্মকর্তারা এ মন্তব্য করেন।  

চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের গার্মেন্টস মালিকদের সামনে নিত‍্য নতুন প্রযুক্তির বিভিন্ন মেশিন উপস্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি চট্টগ্রামের গার্মেন্টস মালিকসহ শিল্পপতিদের নিয়ে একটি পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্মেন্টস সেক্টরে রূপান্তর শুরু হয়েছে। সেই রূপান্তর ধারণ করে লক্ষ‍্যে পৌঁছাতে হবে। এজন্য এফ এম ও জ্যাক নতুন সেলাই মেশিনসহ নানা ধরনের মেশিনারিজ প্রস্তুত ও বাজারজাত করছে। বক্তারা গার্মেন্টস সেক্টরে ‘ছোট অর্ডার, দ্রুত প্রতিক্রিয়া এবং চাহিদাভিত্তিক উৎপাদন’ এর মাধ‍্যমে এই লক্ষ‍্য অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন।  

তারা বলেন, নতুন মানের উৎপাদনশীলতায় বাংলাদেশে পোশাক উৎপাদনের ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত করতে পারে। জ‍্যাক গার্মেন্টস খাতের চলার পথ প্রশস্ত করতে নতুন মেশিন উদ্বোধনসহ নিরলস কাজ করে যাচ্ছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিজিএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, লায়ন সৈয়দ নজরুল ইসলাম, জ‍্যাকের প্রতিনিধি লায়ন ফজলে করিম লিটন ছাড়াও চীন থেকে আসা জ‍্যাকের শীর্ষ কর্মকর্তারা বক্তব‍্য দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।