ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরের সৌন্দর্যবর্ধনে চসিকের ওয়ার্ডভিত্তিক প্রস্তাব আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
নগরের সৌন্দর্যবর্ধনে চসিকের ওয়ার্ডভিত্তিক প্রস্তাব আহ্বান

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন সড়ক, ফুটপাত, ফুটওভার, সড়কদ্বীপ ও ফ্লাইওভারের ওপর-নিচের অংশে, পরিত্যক্ত খালি স্থান, উন্মুক্ত স্থান, জলাশয় সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন, ল্যান্ডস্ক্যাপিং এবং রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চসিক ওয়ার্ডভিত্তিক প্রস্তাব আহ্বান করেছে। এ বিষয়ে এরইমধ্যে বিভিন্ন দৈনিকে চসিকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, চসিকের সঙ্গে যাদের চুক্তির মেয়াদ নেই তাদের আর নতুন করে চসিক অনুমোদন দিচ্ছে না। এজন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তবে চুক্তির মেয়াদ রয়েছে এরকম কোনো প্রতিষ্ঠানের জন্য এ বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন  ‘ট্রেড ম্যাক্স’ এর স্বত্তাধিকারী হেলাল আহমেদ।

তিনি জানান, সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখেছি, তবে আমাদের এখনো মেয়াদ শেষ হয়নি। এটি আমাদের জন্য প্রযোজ্য নয়।

বাংলাদেশ সময়ধ  ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।