ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য আবদুল আলীর মা ফাতেমা বেগম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

রোববার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মিরেরখীল এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে স্বামী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জোহরের নামাজের পর সরফভাটার মিরেরখীল জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবদুল আলীর মায়ের মৃত্যুতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া পৃথক শোকবার্তায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।