চট্টগ্রাম: নগরের উত্তর কাট্টলী সিডিএ আবাসিক পদ্ম পুকুর পাড় এলাকায় ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুনে পুড়ে যায় তিনটি ফার্নিচার কারখানা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আগুন নেভানোর কাজ শেষ হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনজন মালিকের তিনটি ফার্নিচার কারখানা পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসি/টিসি