চট্টগ্রাম: লোহাগাড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুল ইসলাম উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বাংলানিউজকে বলেন, একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমআর/পিডি/টিসি