চট্টগ্রাম: ন্যানো টেকনোলজি দ্রুত বর্ধনশীল এবং উদ্ভাবনী ক্ষেত্র যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে বলে মন্তব্য করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের উদ্যোগে সোমবার (৬ জানুয়ারি) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত ‘ন্যানোটেকনোলজি: দ্যা টাইনি রিভল্যুশন শেপিং দ্যা ফিউচার অব এনার্জি, হেলথ অ্যান্ড দ্যা এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ন্যানো টেকনোলজি ব্যবহার করে নতুন ওষুধ, থেরাপি এবং সার্জারির পদ্ধতি তৈরি করা সম্ভব হবে। আরও দ্রুত এবং নির্ভুলভাবে রোগ নির্ণয় করা যাবে ন্যানো-ডায়াগনস্টিকস ব্যবহার করে।
ন্যানো টেকনোলজিতে উৎপাদন প্রক্রিয়াগুলো আরও দক্ষ এবং টেকসই করা সম্ভব হবে। ন্যানো-প্রক্রিয়াকরণ ব্যবহার করে পণ্যগুলোকে দ্রুত ও সস্তায় তৈরি করা সম্ভব। শক্তপোক্ত ও টেকসই মানের পণ্য উৎপাদনে ন্যানো-সামগ্রীর ব্যবহার বিপ্লব ঘটাতে পারে। এনার্জির ক্ষেত্রে, ন্যানো ম্যাটারিয়ালগুলো সোলার সেলের দক্ষতা বাড়িয়ে তুলছে, যা রিনিউবেল এনার্জির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। ন্যানো স্ট্রাকচার্ড ব্যাটারি ও সুপার ক্যাপাসিটর শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে বিপ্লব আনতে সাহায্য করছে, যা জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ধরে নিতে পারি, ন্যানো টেকনোলজি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। এর মাধ্যমে উন্নত চিকিৎসা, শক্তিশালী ইলেকট্রনিকস, এবং টেকসই পরিবেশ তৈরি সম্ভব হবে। তবে, এর সাথে থাকা নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাও গুরুত্বপূর্ণ, যাতে এই প্রযুক্তি মানবকল্যাণে সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়।
এতে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচ রাশেদুল হোসেন। সেমিনারে মূল বক্তা ছিলেন আমেরিকার মেরিল্যান্ড বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানো টেকনোলজি সেন্টারের ফাউন্ডিং ডিরেক্টর অধ্যাপক ড. জামাল উদ্দীন। এতে স্বাগত বক্তব্য দেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাশ্বত রবি। চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. রোকসানা খাতুনের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক সানজিদা মুকুট।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এআর/পিডি/টিসি