চট্টগ্রাম: তিন মাস পর বর্ষাকাল উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মেয়র হিসেবে আমি আপনাদের সেবার জন্য তিন মাস ধরে ওয়ার্ড ওয়ার্ডে ঘুরে সমস্যাগুলো সরাসরি দেখছি।
সোমবার (২৭ জানুয়ারি) পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
অনুষ্ঠানে মেয়র শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন যদি এভাবে কাজ করে, তবে সমাজে মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।
প্রতিবছর তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান এবং অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান শ্রেণির উদ্যোগ শীতার্তদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। এ উদ্যোগ সমাজের সবার মধ্যে মানবিকতা জাগ্রত করে এবং দরিদ্র মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে।
মানবিক সমাজ গঠন সম্পর্কে মেয়র বলেন, মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে।
মেয়র ঘোষণা দেন বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গায় নারীদের হাঁটার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হবে। ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, বিএনপি নেতা মোহাম্মদ হাসান, হাজি মোহাম্মদ এমএ তালেব, আনোয়ার, মামুন, আব্দুল হামিদ, বিক্রম, যুবদলের জাহেদ, সেলিম, সাইফুল, প্রবাল, সাইফুল, মান্নান, মানিক, জাহাঙ্গীর মোতালেব হোসেন, তুহিন, নাদিম ইকবাল,রনি, হেলাল, শের মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এআর/পিডি/টিসি