ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুরির ঘটনায় চিকন আলী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জানুয়ারি ২৮, ২০২৫
চুরির ঘটনায় চিকন আলী গ্রেপ্তার বন্দরে ভাইরাল চুরির ঘটনায় গ্রেপ্তার চিকন আলী।

চট্টগ্রাম: বন্দরের এবি ইয়ার্ড থেকে চুরির ভাইরাল ঘটনায় চিকন আলী (২৮) নামের একজনকে চোরাই পণ্যসহ গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় বন্দরের নিরাপত্তা বিভাগ তাকে গ্রেপ্তার করে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।  

তিনি জানান, আসামি চিকন আলী ও উদ্ধার করা চোরাই পণ্য আলামত হিসেবে চট্টগ্রাম বন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

গত রোববার রাত সাড়ে আটটায় কিছু দুষ্কৃতকারী চট্টগ্রাম বন্দরের ভেতরে ঢোকে। এবি ইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে এক বস্তা স্ক্র্যাপ চুরি করে বন্দরের বাইরে নিয়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ তাদের গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পরদিন বিকেল সাড়ে তিনটায় আসামিদের শনাক্ত করে। অভিযান চালিয়ে মইন ওরফে আঙুল কাটা মইন (৪১) ও আক্তার মিয়াকে (৪২) গ্রেপ্তার করে।  

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কিছু স্ক্র্যাপ উদ্ধার করা হয় এবং চুরির সাথে সম্পৃক্ত আরো কয়েকজনের বিস্তারিত জানা যায়।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।