ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

একেবিসি ঘোষ ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ১৯, ২০২৫
একেবিসি ঘোষ ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান একেবিসি ঘোষ ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটির সভাপতি হয়েছেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাক্তন শিক্ষক আবুল মনছুর।

 

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ডা. ইমরান উশ শহীদ, সহ-সভাপতি পদে অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, ডা. ইয়াকুব হোসেন, বিজয় কুমার নন্দী, প্রফেসর ড. কাজী আশরাফুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল খালেক, মো. রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল আজিম, নাছির উদ্দিন ছিদ্দিকী, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক শিকদার, মো. ইউসুফ চৌধুরী, মোহাম্মদ আরমান হোসেন, এম শাহেদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আনজুমান আরা আক্তার, শিক্ষা, ছাত্রকল্যাণ ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোরশেদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ এনামুল হক ও দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আছেন, সোমেন ঘোষ, আ ফ ম আখতারুজ্জামান, মহিউদ্দিন চৌধুরী, সব্যসাচী মিত্র, রাজিয়া সুলতানা, কান্তা শর্মা ও দেলোয়ার হোসেন।

 শনিবার (১৮ অক্টোবর) অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এর আগে গত ৩০ আগস্ট এক সাধারণ সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ট সদস্যেদের মতামতের ভিত্তিতে ডা. মো. আব্দুল কাদের সভাপতি ও আবুল মনছুর সাধারণ সম্পাদক মনোনীত হন।

উল্লেখ্য, আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট ইনস্টিটিউট দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ বুদ্ধিজীবী রায় সাহেব কামিনী কুমার ঘোষ ১৯২৯ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।  

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।