ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, অক্টোবর ১৯, ২০২৫
মীরসরাইয়ে যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি

চট্টগ্রাম: মীরসরাইয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইউসুফ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নে নিজ বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।



‎ইউসুফ মিয়া পূর্ব মায়ানী গ্রামের ছেরু হাফেজ বাড়ির খুরশিদ আলমের বড় ছেলে।

‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরিবার জানিয়েছে, ইউসুফ মানসিক দুশ্চিন্তা ও বিষণ্নতায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের করা হয়েছে। পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।