ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নীমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) ও শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ড মো. সোলাইমানের ছেলে মোহাম্মদ মামুন (৩৫)।  

আলমগীর বাদশা কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ মামুন শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।