ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জিপিএইচ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
চট্টগ্রামে জিপিএইচ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় স্টিল রড নির্মাতা জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত ১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট ২০২৫ চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি)-এ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গলফিং ও স্পোর্টসম্যানশিপ-এর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন, চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের খেলাধুলার উন্নয়ন ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।

এসময় জিপিএইচের বোর্ড অব ডিরেক্টর ও উনাদের পরিবারের সদস্য এবং জিপিএইচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল অতিথিদের স্বাগত জানিয়ে খেলাধুলার প্রসার ও সামাজিক সম্পৃক্ততায় জিপিএইচের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাদের পারফরম্যান্স ও স্পোর্টসম্যানশিপ-এর প্রশংসা করেন। এই আয়োজন জিপিএইচ গলফ টুর্নামেন্টের ঐতিহ্য বজায় রেখে গলফিং কমিউনিটিতে তাদের সুনাম আরও দৃঢ় করেছে। টুর্নামেন্ট শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।  

জিপিএইচ ইস্পাত ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ 
বিই/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।