চট্টগ্রাম: রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ চৌধুরীকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পেয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খানখানাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করেন।
পুলিশ জানায়, উত্তর গুজরা আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুকুরঘাট নির্মাণ কাজের উপ-ঠিকাদার হিসেবে কাজ করছেন পেয়ার মোহাম্মদ চৌধুরী। শনিবার নির্মাণকাজ পরিদর্শনে গেলে ৩টি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ১৫-২০ জন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার কোমর, পেট, দুই পা ও উরুতে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পেয়ার মোহাম্মদকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসি/টিসি