ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোরশেদুল আলম (২৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার মিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোরশেদ উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মিস্ত্রি বাড়ির মাহাবুল আলমের পুত্র।

জানা যায়, প্লাম্বার মিস্ত্রি (পাইপ ফিটার) মোরশেদ পৌরসভার মিরেরহাট এলাকার একটি ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মো. শাকিল।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।