ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়ার আসর বসবে চট্টগ্রামে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়ার আসর বসবে চট্টগ্রামে

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বন্দর নগর চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে এ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের আয়োজন করা  হয়।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত ইন্টার স্পোর্টস অ্যাসোসিয়েশন অব ইস্ট পাকিস্তান নামকরণ দিয়ে শুরু হলেও পরবত্তিতে ১৯৬২ সালে  সেটি জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি ও ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন পরবর্তীতে  বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি রূপে আত্মপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নামে ৫৩তম আসরের আয়োজনকে সামনে রেখে বন্দর শহর চট্টগ্রামে নানান আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, বকুল অঞ্চল-এ ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

প্রতিবারের মত এবারও সারাদেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, বকুল অঞ্চল-এ ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে।

দেশের অন্যতম বৃহৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা খ্যাত স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) ছাত্র ও ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর দেশব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হকি (ছাত্র ও ছাত্রী), ক্রিকেট (ছাত্র ও ছাত্রী), বাস্কেটবল (ছাত্র ও ছাত্রী), ভলিবল (ছাত্র ও ছাত্রী), ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র ও ছাত্রী), টেবিল টেনিস একক ও দ্বৈত (ছাত্র ও ছাত্রী), সাইক্লিং (ছাত্র ও ছাত্রী) অ্যাথলেটিকস্ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটির ৫৩৩ম আসর।

আগামী ২২ ফেব্রয়ারি শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করবেন সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং সমাপনীতে থাকবেন চসিক মেয়র ডা. শাহদাত হোসেন।

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যার প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. একেএম সামসুদ্দিন আজাদ,প্রফেসর ফজলুল কাদের পরিচালক, মাউশি, চট্টগ্রাম প্রফেসর ড. সরওয়ার আলম চৌধুরী, কলেজ পরিদর্শক, প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী বিদ্যালয় পরিদর্শক, উপপরিচালক মো. শহিদুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।