ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারুণ্যের উচ্ছ্বাসের একুশের আয়োজন ‘চিরদিনের কবিতা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
তারুণ্যের উচ্ছ্বাসের একুশের আয়োজন ‘চিরদিনের কবিতা’

চট্টগ্রাম: ‘একুশ বা ভাষা আন্দোলন আমাদের চিরদিনের কবিতা’ এই প্রতিপাদ্য নিয়ে একুশের কবিতায় বাচিক শিল্প চর্চা কেন্দ্র 'তারুণ্যের উচ্ছ্বাস' আয়োজন করেছে আবৃত্তি আনুষ্ঠান 'চিরদিনের কবিতা'।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নগরের থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কথামালায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব ইউসুফ হাসান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট এম সরওয়ারুল আলম সোহেল।

আবৃত্তিশিল্পী স্বপ্নিল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের শিল্পী শারমিন মুস্তারী নাজু, সাফা মারওয়া, কারিশমা কবির ঐশী, চিংকু রানী শীল, পায়েল বিশ্বাস, ভুবন দাশ ত্রয়ী, রাজেশ্বরী চৌধুরী, স্বপ্না জিমি, জুয়েনা আফসানা। ছোটদের বিভাগের শিল্পী দেবজিত বিশ্বাস, কাজী আকসা নাজাকাত, কাজী মুনিতাসির উদ্দিন, আদৃতা বর্ধ্বন, শ্রেয়ন চৌধুরী, প্রযুক্তা দাশ, অংকিত দাশ ও শ্রীনন্দা মিশেল।

আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন বোধনের প্রমিতা দেন চৈতি, স্বপ্নযাত্রীর ইনান ইলহাম, উচ্চারকের হামিদ উদ্দীন, বৈখরীর নিঝুম চৌধুরী, দৃষ্টির ইতু দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের জুনাইদ হোসেন শান্ত, প্রত্যয়ের নিহারিকা পাল, প্রহরের অনন্যা দাশ, প্রমিতির অদ্রি দে এবং একুশের উদিতা ভট্টাচার্য।  

কবিতাপাঠ করেন কবি মনিরুল মনির, অনুপমা অপরাজিতা, আলী প্রয়াস এবং রিমঝিম আহমেদ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।