ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান ...

চট্টগ্রাম: স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ওয়াসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালায় দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়- ১ এর সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান।

এসময় দুদকের ৪ সদস্যের প্রতিনিধি দল ওয়াসা সচিব ও স্যুয়ারেজ প্রকল্পের পরিচালকের সঙ্গে কথা বলেন। পরে ওয়াসা পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইমরান।

 

তিনি বলেন, ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের নির্মাণাধীন একটি প্ল্যান্টের গায়ে ফাটল দেখা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে দুদক টিম প্রকল্পে অনিয়ম-গাফিলতি হয়েছে কি-না তা তদন্তে ওয়াসায় পরিদর্শনে এসেছি। পাশাপাশি ওয়াসার সাবেক এমডি’র আমলে নিয়োগে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করেছি। অনিয়ম হয়েছে কি-না, তা নথিপত্র পর্যালোচনা করে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।