ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তালিকা থেকে বাদ গেল ৬০ হাজার ৪৮৫ মৃত ভোটার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
চট্টগ্রামে তালিকা থেকে বাদ গেল ৬০ হাজার ৪৮৫ মৃত ভোটার ...

চট্টগ্রাম: চট্টগ্রামে হালনাগাদ ভোটার তালিকা থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫ উপজেলা থেকে ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার বাদ পড়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরীর মধ্যে পাঁচলাইশ জোনে ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালী জোনে ২৩০ জন, ডবলমুরিং জোনে ১৩১ জন, পাহাড়তলী জোনে ১০১ জন এবং বন্দর জোনে ৬১৫ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।

১৫ উপজেলার মধ্যে  সবচেয়ে বেশি মৃত ভোটার বাদ পড়েছেন মিরসরাইয়ে।

যার সংখ্যা ৯ হাজার ১৩ জন। এরপরেই রয়েছে বাঁশখালীতে ৬ হাজার ৮০৬ জন, আনোয়ারায় ৫ হাজার ৭০৩ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৪৮৮ জন, ফটিকছড়িতে ৩ হাজার ৯৪০ জন, পটিয়ায় ৩ হাজার ৬৩৪ জন, হাটহাজারীতে ৩ হাজার ৯২৪ জন, বোয়ালখালীতে ৪ হাজার ৪ জন, কর্ণফুলীতে ২ হাজার ২১ জন, চন্দনাইশে ২ হাজার ১৭৩ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৬৪২ জন, রাউজানে ৪ হাজার ৫৭৬ জন, লোহাগাড়ায় ৪ হাজার ৫৮৮ জন, সন্দ্বীপে ৩ হাজার ১১ জন এবং সাতকানিয়ায় ৬ হাজার ৩৩৬ জন।

এদিকে নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এলাকাভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন করা হচ্ছে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।