চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল বিভাগের উদ্যোগে "দরপত্রদাতাদের নির্দেশনা (আইটিটি): একটি প্রতিযোগিতামূলক দরপত্রের মূল নির্দেশিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক প্রকৌশলী উম্মে সালমা। সেমিনারে সকল শিক্ষক—শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মূল আলোচনায় প্রকৌশলী উম্মে সালমা বলেন, দরপত্রের নথি বলতে বোঝায় সেই নথি যা একজন ক্রেতা দরপত্রদাতাকে দরপত্র প্রস্তুত করার ভিত্তি হিসেবে সরবরাহ করে থাকেন। এসময় তিনি বিভিন্ন ধরনের টেন্ডার বিষয় আলোচনা করেন। পাশাপাশি দরপত্রদাতাদের জন্য যোগ্য মানদণ্ড এবং প্রয়োজনীয় নথিগুলি কীভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি দরপত্রের নথির কাঠামোর চিত্র তুলে ধরেন এবং চুক্তির নির্দিষ্ট শর্তগুলির সাথে এর নীতিবাক্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও দরপত্র নথির মূল অংশগুলি, দরপত্র নথির স্পষ্টীকরণ, এর গুরুত্ব, দরপত্রের আগে সভা, দরপত্র নথির সংযোজন, দরপত্র প্রস্তুত এবং জমা, দরপত্রের মূল্যের সময়সূচি এবং সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি টেন্ডার নিরাপত্তা, উদ্বোধন ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেন। এরপর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনার শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
পিডি/টিসি