ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বাসচাপায় কিশোরী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বাঁশখালীতে বাসচাপায় কিশোরী নিহত

চট্টগ্রাম: বাঁশখালীতে বাসচাপায় মনিকা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের হাবিবের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

মনিকা মহেশখালী থানার মাতার বাড়ি উত্তর রাজঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকার নাছির উদ্দীনের মেয়ে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম থেকে মহেশখালী যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে হঠাৎ মনিকা নামের এক কিশোরী সড়কে ছিটকে পড়ে।

এসময় বিপরীত দিক থেকে আসা এক বাসের চাপায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।