ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার এয়ার মোহাম্মদ

চট্টগ্রাম: পটিয়ায় অভিযানে যুবলীগ নেতা এয়ার মোহাম্মদ মিয়া (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার এয়ার মোহাম্মদ কোলাগাঁও  ইউনিয়নের শামসু চেয়ারম্যানের বাড়ি মৃত ইউনুচ মিয়ার ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়ন ৩নং ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন পুলিশ।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা এয়ার মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।