চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো ভিশন’ সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ন্যাশনাল ইকোনমিক্স ফেস্ট-২০২৫। ইয়ং ইকোনমিস্টস সোসাইটির (ইয়েস) উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ফেস্টটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাফায়েত হোসেন তুষার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাপ্পি।
তারা জানান, আয়োজনে প্রধান বক্তা ও প্যানেল আলোচক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. মুহাম্মদ ইউনুস এবং প্রধান অতিথি থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্যানেল আলোচক থাকবেন অর্থনীতি বিশ্লেষক মো. মাজেদুল হক।
সকাল ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম পর্বে ‘পলিসি কম্পিটিশন’ এর ফাইনাল রাউন্ড, কুইজ প্রতিযোগিতা, ওয়াল ম্যাগাজিন প্রদর্শনী, পলিসি ডিবেট শো অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।
আয়োজনের দ্বিতীয় পর্ব প্রধান বক্তার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে এবং ধারাবাহিকভাবে আলোচনা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমএ/টিসি