ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
রাউজানে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ ...

চট্টগ্রাম: রাউজানে ৭-৮ জনের একদল অস্ত্রধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক ডেকোরেশন ব্যবসায়ী। এসময় আরেকজনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি ধরের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সালেহ আহমদ (৪২) ওই ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ার মোহরম আলীর ছেলে।

তার কপাল ও পায়ে ছররা গুলিবিদ্ধ হয়। তিনি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার ভাগনে মুহাম্মদ জামশেদ (২৫) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

জানা গেছে, দুপুর ১২টার দিকে দুটি কার গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রধারীরা সালেহ আহমদকে গুলি করে। এরপর জামেশেদকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আহত ব্যক্তিরা মামলা করলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।