ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার  আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু।

তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদ ও বাদে আসর রাউজান উপজেলার গহিরা হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাউজানের গহিরা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  

উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  
 
আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।