চট্টগ্রাম: লোহাগাড়ায় জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মাহমুদুল হক (৬৬) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
মাহমুদুল হক ওই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা মুজিবুর রহমান (৪০) পলাতক।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিই/টিসি