চট্টগ্রাম: ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রী রেহানা আক্তার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ফটিকছড়ি সদরের দিকে যাওয়ার পথে সেটিকে ওভারটেক করতে গিয়ে একটি টেম্পো ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের ডান পাশে বসা পারভেজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থলে প্রাণ হারান রেহানা আক্তার।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, নিহত ছাত্রীর মামা বাদী হয়ে মামলা করেছেন। টেম্পো চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমআই/টিসি