ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবে না: বক্কর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবে না: বক্কর

চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ঐক্যই পারে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে।

গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে, কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সবার আগে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে রাখতে হবে।
পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবে না। নির্বাচিত সরকার ছাড়া জনসমস্যা নিরসন হবে না।

শনিবার (১ মার্চ) বিকেলে নগরীর চর চাক্তাই ভাঙার পুল এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।  

এসময় তিনি চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৫০০ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন।  

চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব‌্য দেন এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামের সিনিয়র কনসালটেন্ট ডা. মোস্তাফিজুর রহমান, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।