ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এসআইকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১০

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসআইকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১০ ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটে ডিউটিতে থাকা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধরের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (১ মার্চ) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


 
গ্রেপ্তারকৃতরা হলো- গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রামাণিক (৩৫), রাব্বি (৩৫),  শুভ (১৯),  জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও  সিয়াম শেখ (১৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান,পতেঙ্গা সী-বিচে ত্রাস সৃষ্টি করে পুলিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় শনিবার দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে আরও ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে পতেঙ্গা সী-বিচে এসআই ইউসুফ আলীকে হেনস্থাসহ মোবাইল ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত। এছাড়াও গ্রেপ্তারকৃতরা সী-বিচ এলাকায় দর্শনার্থী ও সাধারণ মানুষদেরকে ভয়-ভীতি প্রদর্শন করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় এসআই ইউসুফ আলীর ওপর হামলা করে দলটি। হামলাকারীরা এসআইয়ের মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত থাকায় শুক্রবার দিবাগত রাতে দুইজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।