ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে: বিভাগীয় কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে: বিভাগীয় কমিশনার ...

চট্টগ্রাম: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে ৭ম বারের মত জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।  

এ দিবস উপলক্ষে রোববার (২ মার্চ) সকাল ১০টায় নগরের সার্কিট হাউস এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ অনেকে অংশগ্রহণ করেন।

বেলুন উড়িয়ে তিনি এ দিবসের শুভ উদ্বোধন করেন।

র‌্যালি শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার বক্তৃতা করেন।  

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এ দিবসের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন করা, ভোট দানে আগ্রহী করে তোলা। নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা নিজ নিজ জায়গা থেকে পূরণ করতে হবে।
তিনি বলেন, ভোট দেওয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজা গোপালকে ভোট দিয়ে এদেশের জনগণ রাজা নির্বাচন করেছিল এবং পাল বংশ প্রায় ৪শ বছর এ জনপদ শাসন করেছিল। গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। যে কোনও শর্তে, যে কোনও অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।  

এ উপলক্ষে দুপুরের পর থেকে দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।