চট্টগ্রাম: লোহাগাড়ায় জাল টাকার নোটসহ শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া বাজারে সেনাবাহিনী ও লোহাগাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহ আলম আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। তার কাছ থেকে ৫০০ টাকার ১০টি ও ১ হাজার টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহ আলম ও তার স্ত্রী জান্নাত আরা জাল নোটের ব্যবসায় জড়িত। ২০২৩ সালে তারা জাল নোটসহ গ্রেপ্তার হয়েছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শাহ আলমের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে সোমবার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমআই/টিসি