ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঠুনকো দাবিতে সড়কে টেম্পুচালকরা, অবরোধে ভোগান্তি চরমে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
ঠুনকো দাবিতে সড়কে টেম্পুচালকরা, অবরোধে ভোগান্তি চরমে

চট্টগ্রাম: ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত মামলা দেওয়ার প্রতিবাদে নগরের মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ করেছে টেম্পুচালকরা।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়ের বেলাল মসজিদের পাশে এ প্রতিবাদ জানান তারা।

পরবর্তীতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয়দের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়।  

অবরোধকারীদের দাবি, ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত মামলা দেওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন।

বিশেষ করে পার্কিংয়ের মামলা দেওয়া হচ্ছে। মুরাদপুরসহ নগরের বেশিরভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠা-নামা করতে হয়। এসময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন। একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকা হওয়ায় বাধ্য হয়ে তাদের রাস্তায় নামতে হয়েছে বলে জানান তারা।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। পরবর্তীতে কর্মসূচি স্থগিত করে তাদের দাবির বিষয়ে জানানোর জন্য থানায় একটি টিম আসতে বলি। বর্তমানে যানচলাচল শুরু হয়েছে।

এদিকে, ঘণ্টাখানেকের অবরোধের কারণে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে বাস-ট্রাকসহ শতশত গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।