ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।  

সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পৌর সদরের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এক্ষেত্রে কোনো তালাবাহানা শুনতে চাই না। আজ দেশে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে।  

এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী শাখার নাজমুস সাকিব তামিম, ছাত্র প্রতিনিধি ওবাইদুল মোস্তফা মো. মাহির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ফয়সাল রাইহান, আরিফুর ইসলাম, মহানগর সংগঠক নিবরাস বিন, ছাত্র প্রতিনিধি সানজিদা, সাইমা ও সাথী।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।