ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় তরুণের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
পতেঙ্গায় তরুণের আত্মহত্যা ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় মো. রিয়াদ (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে।  

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে না‌জির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়াদ নাজিরপাড়া বদি মাস্টার বাড়ির মো. ওসমানের পুত্র।

জানা যায়, বাবা বকাঝকা করায় ঘরের পাশে ফাঁসিতে ঝুলে রিয়াদ আত্মহত্যা করে।

পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। বাবার বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।