চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর মোহাম্মদ সাকিল (১৩) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শিলক ডংখাল স্টিল ব্রিজ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে কর্ণফুলী নদীর কোদালা অংশে গোসল করতে নেমে সাকিল নিখোঁজ হয়। সাকিল উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, নগরের আগ্রাবাদ থেকে ডুবুরি এনে নদীতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে শিলক ডংখাল ব্রিজ এলাকায় সাকিলের মরদেহ ভেসে উঠে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
পিডি/টিসি