ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অভিযানে আরও ৩৮ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
চট্টগ্রামে অভিযানে আরও ৩৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে বুধবার (১৯ মার্চ) রাত পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

গ্রেপ্তাররা হলেন- মো. আব্বাস (৪৫), সফদার আলী (৩৮), ইউনুস (২৮), মিজান (২২), রইস উদ্দিন (৪৫), আব্দুর শুক্কুর (২৮), তোফায়েল (২০), ইমন (২৫), জিহাদ (২২), শহিদুল ইসলাম ফরিদ (৩০), মো. বেলাল (৪৫), কাজী মো. ইমরান হোসেন (২২), মো. জামাল মুন্সি (৪৮), মনির হোসেন (৩৮), মো. শামীম হোসেন মজুমদার (৩৫), মো. সইফুল আলম (৩৮), রাব্বি আল আহমেদ (২৮), মহি উদ্দিন (৪০), মো. ফারুক (২৭), মো. আকরাম হোসেন (২৫), মো. সোহেল (২৭), জহিরুল ইসলাম (৪৫), মো. শাহিনুর রহমান (৩২), মো. সালাহ উদ্দিন (৩০), মো. শাকিল (২৪), আনোয়ার হোসেন প্রকাশ মালিঙ্গা (২৬), হুমায়ুন কবির (৪৫), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. মানিক (২৫), আব্দুল কাদের ইমন (২৩), আসাদুজ্জামান রাফি (২৬), মো. ইউনুছ (২৯), মো. ইমাম হোসেন (৩৭), মো. রহমত (৩২), নুরুল হক (৩২), বাবুল (২০), সাদ্দাম হোসেন (৩৫) ও নাজিম উদ্দিন হায়দার (৪৭)।

 

বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।