ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারের জঞ্জাল সরাতে বাহনের সঙ্গে চসিকের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
তারের জঞ্জাল সরাতে বাহনের সঙ্গে চসিকের চুক্তি

চট্টগ্রাম: নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বাহন লিমিটেডের মধ্যে সমঝোতা হয়েছে। বিটিআরসির ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন)  লাইসেন্সপ্রাপ্ত বাহন লিমিটেড নগরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৌন্দর্য বাড়াতে কাজ করবে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং বাহন লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত স্মারকে স্বাক্ষর করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহন লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। এটি শুধু সৌন্দর্য বর্ধন করবে না, বরং নাগরিকদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধাও দেবে। স্মার্ট নগর গঠনের লক্ষ্যে আমরা প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে চাই। চট্টগ্রাম শহরের আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ।

এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম শহরের অবকাঠামোতে টেকসই পরিবর্তন আনার পাশাপাশি, তথ্যপ্রযুক্তি নির্ভর একটি উন্নত নগর ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।