চট্টগ্রাম: বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল।
রাত আটটার দিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদকে বিকেলে চারটা থেকে থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে, এখনো সিদ্ধান্ত জানায়নি। সিদ্ধান্ত জানালে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
তিনি বলেন, শরীফ মাহমুদের বিরুদ্ধে যতটুকু জেনেছি, দুদকের একটি মামলা রয়েছে। আমরা দুদকের সঙ্গেও যোগাযোগ করেছি। তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কি-না, তারা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে এসেছি।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমআই/পিডি/টিসি