ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকার পক্ষপাতিত্ব করলে দেশ বিপদে পড়বে: সাকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
সরকার পক্ষপাতিত্ব করলে দেশ বিপদে পড়বে: সাকি ...

চট্টগ্রাম: অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে, তাহলে দেশ বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ 

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় নগরের একটি হোটেলে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার ইফতার ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ শীর্ষক আলোচনায় জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক উত্তোরণ পর্বের জন্য আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসা দরকার।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে এই রাজনৈতিক উত্তোরণ সকলকে একসাথে নিয়ে করতে হবে। সরকার এমনভাবে পরিচালনা করতে হবে যাতে রাজনৈতিক কোনো পক্ষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব তৈরি না হয়।
যদি আপনারা পক্ষপাতিত্ব করেন তাহলে এই দেশ বিপদের মধ্যে পড়বে।

গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ঘোষণার প্রস্তাব দিয়ে জোনায়েদ সাকি বলেন, এর অর্থ হচ্ছে আগামী সংসদ একদিকে যেমন সরকার গঠন করবে, তেমনি সংবিধানকে এরকম তাৎপর্য্যপূর্ণভাবে সংস্কার করার জনগণের ম্যান্ডেট অর্জন করবে। যেটা ভবিষ্যতে আমাদের আদালত রক্ষা করবে। এই পয়েন্টে এসে জাতীয় ঐক্য তৈরি হওয়া সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় কমিটির নেতা সেলিম নূর, অ্যাডভোকেট কফিল উদ্দিন, শ্রমিক নেতা মো. ওয়াজীউল্লাহ্, মো. হারুন, মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জোবাইরুল আলম মানিক, আরিফ মহিউদ্দিন, রিদুয়ান সিদ্দিকী, আজাদ হোসেন, কলি কায়েস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।