ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আগুনে পুড়লো ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
বাঁশখালীতে আগুনে পুড়লো ৫ দোকান ...

চট্টগ্রাম: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।  

শুক্রবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- কালু, এন্তু মিয়া, নেছার আহমদ, সৈকত আলী ও মো. জাকারিয়া। তাদের মিষ্টির দোকান, শুঁটকির দোকান, মুরগির দোকান ও লাকড়ির দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

জানা যায়, ভোরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। জাকারিয়ার লাকড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, চেচুরিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।