চট্টগ্রাম: খুনের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ইয়াকুব আলী বাবুল (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল।
তিনি জানান, বাবুল একটি খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। রোববার (১৬ মার্চ) বাবুলের পেটে ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার ছোট্ট একটি অস্ত্রোপচারও হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।
বাবুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলার।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এআর/টিসি